Jaijaidin

পাঁচ হাজার কর্মী ছাঁটাই করবে পেন্টাগন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

 

দ্বিতীয় দফায় ক্ষমতাগ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাই করছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পেন্টাগন জানিয়েছে, পাঁচ হাজার চারশ কর্মী ছাঁটাই করা হবে।

এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি আগামী সপ্তাহে কার্যকর হতে পারে। যা প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের অংশ।

ড্যারিন সেলনিক নামের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত নয় লাখ ৫০ হাজার শক্তিশালী বেসামরিক কর্মীর সংখ্যা ৫ থেকে ৮ শতাংশ কমানো হতে পারে।

এই ছাঁটাই টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের নেতৃত্বে দ্রুতগতিতে চলমান সংস্কারের সর্বশেষ পদক্ষেপ। এরই মধ্যে বিভিন্ন সংস্থার ২০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে।

শুধু নিজ দেশে কর্মী ছাঁটাই করেই থামছে না ট্রাম্প প্রশাসন। বন্ধ করে দেওয়া হচ্ছে বিদেশি সব ধরনের সহায়তা। বাণিজ্য ঘাটতি কমাতে আরোপ করা হচ্ছে অতিরিক্ত শুল্ক।

ভারতে ভোটারদের বুথমুখী করতে ২১ মিলিয়ন ডলার অনুদান দিতো যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছু দিন আগে সেই অনুদান বাতিলের ঘোষণা করেছে। সেই ঘোষণাকে এবার সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার প্রশ্ন, কেন ভারতকে এত টাকা আমরা দিতে যাবো? তারা তো আমাদের থেকে অনেক ট্যাক্স নেয়।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফর সেরে এসেছেন। ট্রাম্পের সঙ্গে তার বৈঠকও হয়েছে। ভারত ও মোদীকে সম্মান করেন, জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তা সত্ত্বেও ভারতের জন্য এই বিপুল পরিমাণ অর্থ খরচ তিনি মেনে নিতে পারছেন না।

ট্রাম্প বলেন, আমরা ২১ মিলিয়ন ডলার কেন ভারতকে দিচ্ছি? ভারতে ট্যাক্সের পরিমাণ এত বেশি বলে আমরা সেভাবে বাণিজ্য করতে পারি না। এর পরেই মোদীর কথা উল্লেখ করেন ট্রাম্প। বলেন, ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি। কিন্তু তাই বলে ভারতে ভোটের হার বৃদ্ধির জন্য ২১ মিলিয়ন ডলার? অনুদান বাতিলের নথিতে সইয়ের পর এই মন্তব্য করেন ট্রাম্প।

একইভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ ২ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের (৩৫১ কোটি টাকা প্রায়) সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *