Jaijaidin

যতদিন ডেভিল থাকবে ততদিন অপারেশন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

যতদিন দেশে ডেভিল (শয়তান) থাকবে ততদিন ‌‌‘অপারেশন ডেভিল হান্ট’ চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কমিশনার ও উপ-কমিশনারদের মতবিনিময়ে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা উন্নতির জন্য আমরা একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট।

ডেভিল হান্ট কতদিন চলবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতদিন ডেভিলরা থাকবে ততদিন এ অপারেশন চলবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। এটা আরও উন্নতি করতে হবে এবং আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে।

জাহাঙ্গীর আলম বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নতি করা যায় এগুলো নিয়ে আলোচনা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বর্ডার এলাকায় বিজিবি বাড়ানো, নৌ পুলিশ বাড়ানো, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে জানান তিনি।

দুর্নীতি বিষয়ে আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের কাছে আমাদের বড় আশা ছিল দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। দুর্নীতি সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের অগ্রগতি হবে না। এটা হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এটা সব লেভেল থেকে কমিয়ে আনতে হবে।

দুর্নীতি কমাতে সাংবাদিকদেরও সহযোগিতা চান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে দুর্নীতি-অনিয়মের চিত্র তুলে ধরছে তাদের ধন্যবাদ দেন তিনি।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *