যাযাদিপ্র রিপোর্ট
জুলাই-আগস্টের আন্দোলনে গুলিতে নিহত অজ্ঞাত আট শহীদের তথ্য জানানোর অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। শহীদদের আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার সহকারি পুলিশ মহাপরিদর্শক ইনামুল হক সাগর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অজ্ঞাতনামা ওই শহীদদের ছবি পুলিশ সদর দপ্তরে সংরক্ষিত আছে। তাঁদের শনাক্ত করার লক্ষ্যে দেশবাসীর প্রতি অনুরোধ করা হচ্ছে। শহীদদের সর্ম্পকে তথ্য জানাতে ০১৩২০০০১২২৩ মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর।