Jaijaidin

র‍্যাব বিলুপ্তি প্রসঙ্গে জাতিসংঘের প্রস্তাবের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, র‍্যাব বিলুপ্তসহ জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে ‘সবাই বসে’ সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘একটি প্রস্তাব দিয়েছে জাতিসংঘ। আমরা সবাই বসব, বসার পর আমাদের যা সিদ্ধান্ত তা জানাব।

আমরা জাতিসংঘের এসব প্রস্তাবের বিষয়ে স্বাগত জানিয়েছি।’

তিনি আরো বলেন, ‘জাতিসংঘ একটি ভালো কাজ করেছে। আমরা বসে একটা সিদ্ধান্ত নেব।’

গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) জুলাই-আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) প্রতিবেদন প্রকাশ করে।

সেখানে এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) কেবল সীমান্তরক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়। একই সঙ্গে আনসার-ভিডিপির ওপর ‘সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ রোধ’ করে তাদের আইনশৃঙ্খলা রক্ষার কাজে সহায়ক হিসেবে কাজে লাগানোর সুপারিশও করা হয় প্রতিবেদনটিতে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *