Jaijaidin

সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের লাঠিচার্জ-ধাওয়া

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটের দিকে জলকামান নিক্ষেপ করে, লাঠিচার্জ করে এবং সবশেষ তিন দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের।

সরেজমিন দেখা গেছে, শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনায় বসার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা সেটি প্রত্যাখ্যান করে উপদেষ্টাকে ঘটনাস্থলে হাজির হওয়ার জন্য দাবি জানান। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ এবং বাইরে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। শিক্ষার্থীরা সেটি না শোনার পর তাৎক্ষণিকভাবে জলকামান ও লাঠিচার্জ করা হয়। পরে তিন দিক থেকে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা বারবার তাদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু এরপরও তারা হঠাৎ করে আমাদের ওপর আক্রমণ করেছে। তখন আমরাও তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছি। শিক্ষার্থীদেরকে আলোচনায় বসার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল। কিন্তু তারা সেটি প্রত্যাখ্যান করেছেন।

অন্যদিকে, নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের কার্যক্রম বন্ধের প্রতিবাদে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষার্থীরা জানান, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *