Jaijaidin

বইমেলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে: সংস্কৃতি উপদেষ্টা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

বইমেলায় বিশৃঙ্খলার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে এটা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি, ঘটনার সব রকম ব্যাখ্যা এবং বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতোমধ্যে একটা তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দেবে এবং দোষীদের বিচারের আওতায় আনা হবে।

তিনি বলেন, পাশাপাশি এ বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য- এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া যাবে না। আসুন আমরা সবাই সব রকম উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি। সতর্ক থাকি কারো পাতা ফাঁদে পা দিয়ে জুলাইয়ের অর্জনকে যেন জটিলতায় না ফেলি। ’

অমর একুশে গ্রন্থমেলায় বিতর্কিত লেখক তসলিমা নাসরিনের একটি বই রাখায় ‘সব্যসাচী’ স্টলে আক্রোশের ঘটনা ঘটে। প্রকাশনীর প্রকাশক-লেখক শতাব্দী ভবের সঙ্গে বইটি রাখা নিয়ে একদল প্রতিবাদকারীর বচসা হয়। এ সময় শতাব্দী এক প্রতিবাদকারীকে চড় দেন। তিনি ‘জয় বাংলা’ বলেও স্লোগান দেন। এতে জনরোষ বাড়ে। পরে প্রতিবাদকারীদের ক্ষোভ কমাতে পুলিশের সাহায্যে তাকে বইমেলা থেকে বের করে দেওয়া। বন্ধ করা হয় সব্যসাচী স্টল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *