Jaijaidin

ছাত্র-জনতার বিপ্লবকে ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : ওসমানীনগরে জেলা প্রশাসক

Shah Alam Soulav
1 Min Read

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন ছাত্র-জনতার জুলাই আগস্টের বিপ্লবকে স্থানীয় ভাবে তরান্বিত করতে আমাদের সবাইকে সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্থানীয় ভাবে প্রশাসনিক ভিত্তি মজবুত রাখতে জুলাই আগস্টের গতিকে কাজে লাগাতে হবে।

সোমবার (১০ ফেব্রুয়ারী) সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় এনজিও প্রতিনিধি সায়রাত মহাল সমূহের লিজগ্রহীতা জনপ্রতিনিধি সুশিল সমাজের সাথে উপজেলা প্রশাসনের হল রুমে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় আইন শৃঙ্খলা রক্ষাসহ প্রশাসনিক কার্যক্রম তরান্বিত করার ধারাবাহিকতায় সকলের সুদৃষ্টি কামনা করেন, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি শাহনাজ পারভিন, উপজেলা বিএনপির সভাপতি দয়ামীর ইউপি চেয়ারম্যান এসটি এম ফখর উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল আনহার আহমদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সুশীল সমাজ জনপ্রতিনিধি সাংবাদিক বৃন্দ প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *