যাযাদিপ্র ডেস্ক
ফ্যাসিস্ট সরকারের আমলে প্রতিহিংসার শিকার হয়ে পদ বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে পদোন্নতি প্রদান করেছেন। এজন্য সকল বঞ্চিত কর্মকর্তাগণের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস, মাননীয় উপদেষ্টা পরিষদের সদস্যবর্গ, মাননীয় ড. জাকির আহমেদ খানের নেতৃত্বে ‘রিভিউ কমিটি’র সকল সদস্য এবং সংশ্লিষ্ট সচিব মহোদয়গণের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন। বিগত ১৬ বছর যাবৎ সীমাহীন হয়রানি ও বঞ্চনার শিকার এ সকল কর্মকর্তাগণ বর্তমান সরকার কর্তৃক ন্যায়বিচার প্রাপ্তিতে দারুণভাবে উজ্জীবিত।
পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তাগণকে দীর্ঘদিন যাবৎ দেশ ও জাতির সেবা প্রদান থেকে বিরত রাখা হয়েছে; যাদের অধিকাংশই এখনো সম্পূর্ণ সুস্থ এবং চাকরি জীবনে দক্ষ, সৎ ও পেশাদার হিসেবে যথেষ্ট সুনামের অধিকারী।
আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সার্বিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং আন্তরিকভাবে সাফল্য কামনা করি।