বিশেষ প্রতিনিধি
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাজনৈতিক দলে কর্মী হিসেবে আগামী নির্বাচন পর্যন্ত অনেক ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হবে, আমাদের সেই ব্যাপারে সতর্ক সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র ভূমিকার উপর আগামীর বাংলাদেশ কোন দিকে যাচ্ছে সেই ভবিষ্যৎ নির্ধারণের গুরু দায়িত্ব। কোন ধরনের অপশক্তি যেন আমাদের নির্বাচন থেকে অন্যদিকে নিয়ে যেতে না পারে সেটা নিশ্চিত রাখতে হবে।
শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাজনীতির বিজয়নগরে রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তায় ঢাকা মহানগর দক্ষিণ পল্টন থানা বিএনপির উদ্যোগে আয়োজিত পল্টন কর্মশালায় এসব কথা বলেন তিনি ।
ইশরাক বলেন, আপনারা জানেন একটি পক্ষ একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাদের চেহারা সম্পূর্ণরূপে ৫ই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি। অন্য একটি রূপে তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে; আমাদের চাঁদাবাজি দল বানাচ্ছে আরও নানা অপবাদ দিচ্ছে।
তিনি বলেন, বিএনপি বিশাল একটি দল; লক্ষ লক্ষ নেতাকর্মী। আমাদের সহযোগী আরো অনেক রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলো। তাই যেকোনো দল আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করেন; তাদেরকে আমরা বলতে চাই- বিএনপি কিন্তু কোন ছোট দল না যে বিএনপিকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। সেটা কখনো সম্ভব না। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার দল বাংলাদেশের মাটিতে থাকবে। আমাদের লক্ষ্য জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেওয়া।