Jaijaidin

মৃত্যু ও ধর্ষণের হুমকি পাচ্ছেন সাফজয়ী সুমাইয়া

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

কোচ পিটার বাটলারের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়দের দ্বন্দ্বটা অনেক দিন ধরেই চলছে। তবে কিছুদিন আগে ভিন্ন এক মাত্রা যোগ হয়েছে। তাতে উত্তাল নারী ফুটবল। বাটলার দায়িত্বে থাকলে গণ-অবসর নেবেন মেয়েরা, এমন শর্তই দিয়েছেন সাবিনা খাতুন-মাসুরা পারভীনরা।

সেই ঘটনার ঢামাঢোলের মধ্যে ভয়ংকর এক অভিজ্ঞতা জানিয়েছেন মাতসুশিমা সুমাইয়া।

বাফুফেকে দেওয়া ইংরেজি চিঠিটি নিজ হাতে লিখেছেন বলে ধর্ষণ ও মৃত্যুর হুমকি পাচ্ছেন তিনি।

আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জাপানি বংশোদ্ভূত নারী ফুটবলার।

সুমাইয়ার দেওয়া পোস্ট নিচে হুবহু তুলে ধরা হলো-

‘আসসালামু আলাইকুম।

আমার নাম মাতসুশিমা সুমাইয়া, বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়। ইংরেজি মিডিয়ামের ছাত্রী হিসেবে ইন্টার স্কুলে খেলা থেকে শুরু করে মালদ্বীপে লিগ জয় এবং ২০২৪ সালে বাংলাদেশের হয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অভিজ্ঞতা আমার জন্য ছিল অম্ল-মধুর ছিল।
যখন এই পথ বেছে নিয়েছি, আমার স্বপ্ন ছিল তরুণীদের অনুপ্রাণিত করা; যাদের মা-বাবা চান তারা শুধু পড়াশোনাতেই মনোযোগী থাকুক। দেখাতে চেয়েছিলাম আবেগ এবং সংকল্প যেকোনো প্রতিবন্ধকতা ভেঙে দিতে পারে।

কিন্তু আজ আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, আমার শিক্ষা, পরিবার, ঈদ-সব কিছু এমন একটি দেশের জন্য উৎসর্গ করেছি, যারা আমাদের সংগ্রামগুলোর প্রশংসা করতে জানে না।
ফুটবল খেলার জন্য মা-বাবার সঙ্গে লড়াই করেছি এই বিশ্বাসে যে হয়তো একদিন দেশ আমার পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। কেউ আসলে ক্রীড়াবিদের মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা করে না। যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, সে সম্পর্কে নিজের এবং সতীর্থদের নিয়ে ইংরেজিতে একটি চিঠি লেখার ন্যূনতম দক্ষতা আমার আছে।

কয়েক দিন ধরে আমি অগণিত মৃত্যু এবং ধর্ষণের হুমকি পেয়েছি- যেসব শব্দ ব্যবহৃত হয়েছে, সেটা আমাকে এমনভাবে ভেঙে দিয়েছে যা কল্পনাও করিনি। জানি না এই মানসিক আঘাত থেকে বেরিয়ে আসতে কত দিন লাগবে। তবে এটা জানি, কেবল স্বপ্ন পূরণের জন্য কাউকে যেন এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *