Jaijaidin

সীমান্ত থেকে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুরগঞ্জ বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

ধরে নিয়ে যাওয়ারা হলেন- উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল ইসলামের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিস, ইসাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু।

বিএসএফের হাতে আটক মুকুলের শ্বশুর বলেন, মুকুলের বাড়ির পাশেই সীমান্ত। গত রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন। পরে ভারতীয় কয়েকজন লোক আমাদের মোবাইল ফোনে কল দিয়ে জানিয়েছে। এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিবিজির কাছে যাচ্ছি।

সংশ্লিট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, রাতে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের পরিবারের লোকজন আমার কাছে এসেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করছি।

এ বিষয়ে জানাতে নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *