Jaijaidin

সারাদেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

একহাতে বীণা অন্য হাতে বেদপুস্তক। অর্থাৎ বীণাপাণিতে যার তিনি বীণাপাণি- সরস্বতী, আর এ থেকেই বাণী অর্চনার প্রচলন।

বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঘরে ঘরে জ্ঞানের আলো ছড়াতে এক বছর পর আবারও এসেছেন বিদ্যা দেবী সরস্বতী।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সারা দেশে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।

হিন্দু সম্প্রদায়ের মতে প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসব পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত। শ্রদ্ধা আর ভালোবাসার মাধ্যমে সরস্বতীকে স্মরণ করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরা।

ঢাকাসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ দেবী সরস্বতীর বন্দনায় পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি আলোকসজ্জা প্রভৃতি।

রোববার দুপুর ১২টা ৪৩ মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ২৭ মিনিটে এ তিথি শেষ হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *