Jaijaidin

বইমেলার বই : আকাশের উল্টো পাশে

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

লেখাগুলো ছোট ছোট। প্রবন্ধ না নিবন্ধ নাকি পোস্ট না কলাম, সে আলাপ মুলতুবি থাক। এগুলোকে সুপাঠ্যই বলা যায়। তবে সুপাচ্য নয় সবগুলো।

কেননা, যেভাবে আমরা নিত্যদিন ভাবি সে ভাবনার জায়গায় ধাক্কা মারে এগুলো। সেজন্যই বোধহয় লেখাগুলোর শিরোনাম ‘ভিন্ন কিছু ভাবা’।

কিছু লেখা সরাসরি চোখে আঙুল দিয়ে দেখায় কতটা অমানবিকতার মাঝে আমরা বাস করছি। উল্টো ভাবে বললে কতটা মানবিক হয়ে ওঠা বাকি এখনও। শেষমেশ এই মানবিকতারই গন্ধ খুঁজে পাওয়া যায় নবীন লেখক মারুফ ইবনে মাহবুব এর ‘আকাশের উল্টো পাশে’ বইটির মাঝে। ৫২টি ভিন্ন ভাবনার গদ্য সংকলন এ বইটির মূল্য ৩৫০ টাকা। পাওয়া যাচ্ছে সাহিত্য কুটির এ (বই মেলার সোহরাওয়ার্দী উদ্যান এ ৭৮৩ নং স্টলে।)

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *