Jaijaidin

আফরোজা কণার জন্মদিন পালিত

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র রিপোর্ট

কবি ও উপস্থাপক আফরোজা কণার জন্মদিন পালিত হয়েছে। ৩০ জানুয়ারি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

‘কবি সংসদ বাংলাদেশ’-এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী, গ্যালারী চিত্রকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। আফরোজা কণার মা, কবি, সাহিত্যিক ও সংগীতশিল্পীসহ আরো অনেকে। অনুষ্ঠানজুড়ে গান, কবিতা, কথামালায় এই বিশেষ দিনটিকে মুখর করে রেখেছিল।

আফরোজা কণা অনুভুতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘সত্যি একটা চমৎকার আনন্দ আড্ডায় সন্ধ্যাটা কাটালাম। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এভাবেই ভালোবেসে পাশে থাকবেন আশা করছি। সকলের মঙ্গল হোক।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *