Jaijaidin

নির্বাচনি আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন : সালাউদ্দিন

Shah Alam Soulav
3 Min Read

বিশেষ প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কেন বিলম্বিত হবে সে যুক্তিগুলো জনগণের সামনে তুলে ধরতে হবে।

ইতোমধ্যে ছয় মাস পার হয়েছে জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, বিগত কয়েকবার আমরা সরকারে ছিলাম, বিরোধী দলে ছিলাম এবং আমরা ৪০ থেকে ৪৫ বছর নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছি। তাই আমরা বুঝি, কতদিনে নির্বাচন দেওয়া সম্ভব। সেজন্য আমরা বলছি, নির্বাচনি আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে এই সরকারকে পরিচালনা করার জন্য আমাদের যথেষ্ট সমালোচনা করতে হবে। এমন কি আমাদের সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে। সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। এক্ষেত্রে গণমাধ্যগুলোর ভূমিকা যেমন আছে রাজনৈতিক, সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে।

তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মাঝেই বলেন যে, আমরা বেশি বেশি যেন সমালোচনা করি। সরকার যেন সঠিক পথে থাকে। এই সরকারের একটা গুণ আছে, সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মধ্যে সেগুলো শোধরায়, গো ধরে বসে থাকে না। সরকার যখন শোধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার।

তিনি আরও বলেন, ইতোমধ্যে ছয় মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছে সরকারের কাছে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে সামাজিক শক্তি ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলার কথা। রিপোর্ট প্রদানের পরে প্রায় ১৪/১৫ দিন পার হয়ে গেছে সে উদ্যোগ এখনো দেখা যায়নি। আমি আশা করি খুব শিগগির আপনারা সামাজিক শক্তিগুলো, রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করতে পারে সেগুলো চিহ্নিত করুন।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টকে দক্ষিণ এশিয়ার স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেছেন সালাহউদ্দিন আহমেদ। দিনটাকে স্মরণীয় করে রাখতে ৫ আগস্ট জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ঢাল হিসেবে পাহারা দিয়েছিল রাজনৈতিক দলগুলো। কেউ এটা ভাববেন না যে, এই আন্দোলন ১০ থেকে ১৫ দিনে হয়ে সফল হয়েছে। এটা ঠিক নয়, বিগত ১৬ বছরের আন্দোলনের মাধ্যমে জুলাই-আগস্টের অভ্যুত্থান সফল হয়েছে।

জুলাই-আগস্ট অভ্যুত্থান নতুন রাষ্ট্র গঠনের সুযোগ এনে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই গণঅভ্যুত্থান যে জাতি গড়ার সুযোগ দিয়েছে, সেটাকে আমরা যাতে কেউ হেলাফেলায় নষ্ট না করি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে নুর বলেন, বিগত ৫ মাসে সরকার কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি। বর্তমান সময়ে যেভাবে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে, এগুলো বন্ধ না হলে পরিস্থিতি এলোমেলো হয়ে যেতে পারে। সংকট মোকাবিলায় নির্বাচিত সরকারের বিকল্প নেই। তাই আমি বলব, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।

বিজেএর সভাপতি পার্থ সারথি দাসের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাছির জামাল প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *