Jaijaidin

ট্রেন চললেও ভোগান্তিতে যাত্রীরা

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

রেলওয়ে রানিং স্টাফদের দাবি পূরণের আশ্বাসে দীর্ঘ ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার সকাল থেকে শুরু হয়েছে ট্রেন চলাচল। তবে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে নতুন করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে রেলওয়ে বলছে, দুপুরের পর স্বাভাবিক হতে পারে শিডিউল।

সরেজমিনে সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্রতিটি ট্রেনই স্টেশনটি ছাড়ছে নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা পর।

স্বাভাবিক সময়ের তুলনায় ট্রেনে যাত্রী অনেক কম। অনেকেই বলছেন, মধ্যরাতে ট্রেন চলাচল শুরু হওয়ার কারণে অনেকেই তা জানেন না।

কমলাপুর স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, হঠাৎ ট্রেন চলাচল শুরু হওয়ার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। দুপুরের পর শিডিউল স্বাভাবিক হতে পারে।

যাত্রীরা জানান, গতকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় কাঙ্খিত সময়ে বাসের টিকিটও মেলেনি। এতে করে বাধ্য হয়ে অনেককেই ফিরে যেতে হয়েছে। তবে সকালে সময় মত ট্রেন না ছাড়ায় ট্রেনের জন্য স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে।

রেল সূত্র জানায়, সকালে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।

একই স্টেশন থেকে ৮টার দিকে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস।

রাজশাহী রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার শহীদুল আলম বলেন, সকাল ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন, ৬টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে মধুমতী এক্সপ্রেস ট্রেন, ৭টা ৩৫ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেন ও ৭টা ৫০ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন রাজশাহী স্টেশন ছেড়ে যায়।

এর আগে গতকাল মঙ্গলবার রানিং স্টাফদের কর্মবিরতির কারণে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যদিও যাত্রীদের ভোগান্তি লাঘবে ট্রেনের টিকিটে বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়।

এমন পরিস্থিতিতে কর্মবিরতি প্রত্যাহারের জন্য সরকারের তরফ থেকে বারবার রেলকর্মীদের প্রতি আহ্বান জানানো হলেও কাজ হয়নি। বিষয়টি নিয়ে গতকাল দিনভর দফায় দফায় বৈঠক হলেও রেলের রানিং স্টাফরা অবস্থান থেকে সরেননি। দাবি আদায়ে অনড় ছিলেন তারা। পরে নানা নাটকীয়তা শেষে গতকাল গভীর রাতের বৈঠকে দাবি পূরণের আশ্বাস আসে।

রেল উপদেষ্টার প্রতিশ্রুতির পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *