Jaijaidin

ফেব্রুয়ারিতে ট্রাম্প-মোদী বৈঠক

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য আমেরিকায় যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসে হোয়াইট হাউজে এ বৈঠক হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) ফ্লোরিডায় সাংবাদিকদের এ তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, সোমবার সকালে মোদীর সঙ্গে আমার দীর্ঘ সময় ফোনালাপ হয়েছে। তিনি সম্ভবত ফেব্রুয়ারিতেই হোয়াইট হাউজে আসছেন। ভারতের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।

ফোনালাপ নিয়ে সোমবার সন্ধ্যায় মাইক্রো ব্লগিং সাইট এক্সে মোদী লেখেন, আমরা এমন একটা ভরসাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বদ্ধপরিকর, যা দুই দেশের জন্য লাভজনক হবে। আমাদের দুই দেশের নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধি ও বিশ্বের সুরক্ষার জন্য একসঙ্গে কাজ করবো আমরা।

আগের আমলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শেষ বিদেশ সফর ছিল ভারতে। তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলা বিশ্বের শীর্ষ তিন নেতার মধ্যে একজন ছিলেন মোদী।

এদিকে, ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হলো যুক্তরাষ্ট্র। ২০২৩-২৪ সালে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের অঙ্কটা ১১ হাজার ৮০০ কোটি ডলার ছাড়িয়ে গিয়েছিল। অন্যদিকে, চীনকে সামলাতেও যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগতভাবে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে এই মুহূর্তে তাদের মধ্যে আলোচনা অত্যন্ত জরুরি অন্য আরেকটি কারণে। যেটি হলো শুল্ক ইস্যু। গত বছরের ডিসেম্বরেই ট্রাম্পকে হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল যে, মার্কিন ডলার ব্যবহার না করলেই ১০০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলোর ওপরে। ৯ সদস্যের ব্রিকস জোটে রয়েছে ভারতও। ফলে স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য মুখিয়ে আছে মোদী সরকার।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *