যাযাদিপ্র ডেস্ক
ঢাকা কলেজ ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
তিনি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সন্তান।মেহেদী হাসান ঢাকা কলেজ ব্যবস্থাপনা বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে তিনি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।জানা গেছে, শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীসহ সকলের কাছে একটি বিশেষ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন।
বিগত স্বৈরাচারী শাসনামলে স্বৈরাচারের বিরুদ্ধে রাজ পথে সক্রিয় ভূমিকা পালন করে মিছিল-মিটিংসহ দলীয় কর্মসূচি বাস্তবায়নে তিনি নিরলসভাবে কাজ করেছেন।
এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভূমিকা রেখেছেন।
মেহেদী হাসান বলেন, “আমরা সব সময় বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছি। ২৪-এর গণ অদ্ভুত্থান ছাত্রদল সহ সাধারন ছাত্রদের পাসে থেকে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতে যেকোনো গণতান্ত্রিক ও ন্যায্য দাবির পক্ষে সাধারন ছাত্রদের পাসে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।”