পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দাম আরও কমেছে। সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে।
ফলে অল্প টাকায় ব্যাগ ভরে সবজি কিনতে দেখা গেছে নগরবাসী।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া ও তালতলা বাজারঘুরে দেখা গেছে এমন চিত্র।
ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় শীতকালীন সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। এসব বাজারে শিমের কেজি ২০ থেকে ৪০ টাকা, বড় আকারের ফুলকপি ১৫ থেকে ২০ টাকা পিস, বাঁধাকপি বড় সাইজের ৩০ টাকা পিস, প্রতিটি লাউ ৪০ থেকে ৫০ টাকা, পাকা টমেটোর কেজি ৫০ থেকে ৭০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ২০ টাকা, খিরা ৪০ টাকা এবং শসার কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গ্রীষ্মকালীন সবজি বেগুন ৪০ থেকে ৫০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৩০ থেকে ৪০ টাকা, ধুন্দল ৬০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙ্গা এবং কাঁচামরিচ ৪০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে লেবুর হালি ২০ থেকে ৪০ টাকা, ধনে পাতা ১০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৫০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা পিস, ক্যাপসিকাম ২০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে লাল শাক ১০ টাকা আঁটি, লাউ শাক ৪০ টাকা, মুলা শাক ১০ টাকা, পালং শাক ১০ টাকা, কলমি শাক তিন আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। আগের সপ্তাহেও তার আগের সপ্তাহের তুলনায় সবজির দাম কমেছিল।
তালতলা বাজারের সবজি বিক্রেতা মো. মামুন বলেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। সরবরাহ এমন থাকলে আগামী সপ্তাহে দাম আরও কমবে।
অল্প টাকায় ব্যাগ ভরে বাজার করে স্বস্তির কথা প্রকাশ করলেন শেওড়াপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী কবির হোসেন। তিনি বলেন, মাসখানেক আগেও শিম কিনেছি ১৩০ টাকায়, সেটা আজ ৩০ টাকা কেজিতে কিনলাম এবং একটি বড় ফুলকপি ২০ টাকায় কিনলাম। এত বড় ফুলকপি মাসখানেক ৭০-৯০ টাকায় কেনা যায়নি।