Jaijaidin

৩ দিনে ৫ শতাধিক অবৈধ অভিবাসী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান । সোমবার থেকে বৃহস্পতিবার— তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে এবং গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে ইতোমধ্যে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে চাপিয়ে নিজ নিজ দেশে ফেরতও পাঠানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নিশ্চিত করেছেন এ তথ্য।

এক্সপোস্টে লিভিট বলেন, “ট্রাম্প প্রশাসন গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, গ্যাং সদস্য এবং এমন বেশ কয়েকজন অপরাধী আছে, যারা শিশুও অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত।”

“গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উড়োজাহাজের মাধ্যমে ফেরতও পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতেই রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে ট্রাম্প প্রশাসন। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ফেরত পাঠানো হবে।”

যুক্ত প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হউসের মিডিয়া টিমও পৃথক এক এক্সপোস্টে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

গত ২০ জানুয়ারি সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামেস একটি আদেশও ছিল। মূলত এই আদেশের ভিত্তিতেই শুরু হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য বরাবরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর। নিজের প্রথম মেয়াদেও বহুসংখ্যক অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিলেন তিনি। গত নভেম্বরের নির্বাচনেও যুক্তরাষ্ট্রকে ‘অবৈধ অভিবাসীমুক্ত’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *