ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শীর্ষক যুব সমাবেশ ও সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বোধবার (১২ টায়) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সত্যব্রত রায়, উপজেলা আইসিটি অফিসার খান-জাহান আলী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা শাহরিন সুলতানা, মোহাম্মদ নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেবসহ ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ প্রমূখ।