Jaijaidin

আড়াই ঘণ্টার অভিযানে জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার ২৩

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে সেখান থেকে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত জেনেভা ক্যাম্পে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের নেতৃত্বে তেজগাঁও বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ-পু‌লিশ ক‌মিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল), মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ, পিআই, ইন্সপেক্টর (তদন্ত) ও মোহাম্মদপুর থানার চৌকস টিম এই অভিযান পরিচালনা করেন।

তিনি আরো জানান, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী ও সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *