Jaijaidin

চীনে আইফোনের দামে বড় ছাড়

Shah Alam Soulav
2 Min Read

চীনের ক্রেতাদের আকৃষ্ট করতে আইফোনে বিরল মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অ্যাপল। চার দিনব্যাপী এই প্রচারণা শুরু হবে আগামী ৪ জানুয়ারি থেকে। এতে অ্যাপলের কিছু নতুন মডেলের ওপর ৫০০ ইউয়ান (৮ হাজার ২০০ টাকা প্রায়) পর্যন্ত ছাড় দেওয়া হবে।

কেন এমন ছাড়
চীনে স্থানীয় স্মার্টফোন নির্মাতা, যেমন- হুয়াওয়ে, ভিভো এবং শাওমির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অ্যাপলকে। হুয়াওয়ে এরই মধ্যে তাদের প্রিমিয়াম ডিভাইসগুলোর দামে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়েছে।

অ্যাপলের নতুন সিদ্ধান্ত অনুসারে, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স মডেলে সর্বোচ্চ ৫০০ ইউয়ান ছাড় দেওয়া হচ্ছে। বর্তমানে আইফোন ১৬ প্রোর দাম শুরু ৭ হাজার ৯৯৯ ইউয়ান থেকে এবং ১৬ প্রো ম্যাক্সের দাম ৯ হাজার ৯৯৯ ইউয়ান।

বিশ্লেষকরা বলছেন, ক্রেতাদের মধ্যে ‘মূল্যসচেতন প্রবণতা’ বাড়ায় অ্যাপল তাদের কৌশল বদল করেছে। ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) জ্যেষ্ঠ গবেষণা ব্যবস্থাপক উইল ওং বলেন, মূল্যছাড় এখন ভোক্তাদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। অ্যাপল যদি এমন কৌশল গ্রহণ না করতো, তবে তারা প্রতিযোগীদের পেছনে পড়ে যেতে পারতো।

চাপে অ্যাপল
আইডিসির সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে ভিভো চীনের শীর্ষ বিক্রিত স্মার্টফোন নির্মাতা হিসেবে উঠে আসে। ওই সময়ে ভিভোর বিক্রি ২০ শতাংশের বেশি বৃদ্ধি পায়। বিপরীতে, অ্যাপলের বিক্রি কমে যায় ০.৩ শতাংশ। অথচ, একই সময় আরেক চীনা কোম্পানি হুয়াওয়ের বিক্রি বেড়েছিল ৪০ শতাংশের বেশি।

অ্যাপল এর আগে ২০২৪ সালে লুনার নিউ ইয়ার উৎসবের আগে চীনে একই ধরনের মূল্যছাড়ের প্রচারণা চালিয়েছিল। এবারের উৎসব জানুয়ারির শেষ দিকে শুরু হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *