যাযাদিপ্র ডেস্ক
জিম্মিদের মুক্তির তালিকা গ্রহণের কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী এসব জিম্মিদের আজ রোববার (১৯ জানুয়ারি) মুক্তি দিবে হামাস। খবর আল জাজিরা
মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে তিনজনই নারী। মুক্তির বিয়টি তাদের পরিবারকেও জানানো হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের কাছে মুক্তি পাওয়া তিন জিম্মির নাম হস্তান্তর করেছে। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের দলটি মধ্যস্থকারীদের কাছে জিম্মিদের নাম জানিয়েছেন। যাদের আজ মুক্তি দেয়া হবে।
হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছেন, যে তিন জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি থাকা ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা হবে তারা হলেন- রোমি গোনেন (২৪), এমিলি দামারি (২৮) ও দরোন সাতানবার খাইর (৩১)
গত বুধবার (১৫ জানুয়ারি) কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। যা আজ সকাল সাড়ে ৮টা থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি।
তবে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন যুদ্ধবিরতির প্রথম দিন মুক্তি পাওয়া তিন জিম্মির নাম হামাস না জানালে যুদ্ধবিরতির দিকে ইসরায়েল অগ্রসর হবে না। শেষ পর্যন্ত হামাস ওই তিনজনের নাম মধ্যস্থকারীর মাধ্যমে ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে।