Jaijaidin

ইংল্যান্ডকে হারাল বাংলাদেশ

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

নারী ক্রিকেটে ইংল্যান্ডকে কোনো পর্যায়েই হারাতে পারেনি বাংলাদেশ। সে অধরা জয়টা অবশেষে ধরা দিল। যদিও একটা প্রস্তুতি ম্যাচে, তবু জয় তো! অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে সুমাইয়া আক্তারের দল হারিয়ে দিয়েছে ইংলিশ মেয়েদের।

ম্যাচটাও হয়েছে রুদ্ধশ্বাস এক ম্যাচ, শেষমেশ খেলা গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। ইংল্যান্ড শুরুতে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে তুলেছিল ১১৩ রান। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ১০ উইকেট খুইয়ে করে সমান ১১৩ রান।

মূল ম্যাচেই জিততে পারত বাংলাদেশ। শেষ বলে দলের দরকার ছিল ১ রান, হাতে ছিল একটি উইকেট। তবে নিশিতা আক্তার সে রানটা নিতে গিয়ে রান আউট হন। যার ফলে দুই দলই ইনিংস শেষ করে ১১৩ রান দিয়ে। খেলা গড়ায় সুপার ওভারে।

সে লড়াইয়ে বাংলাদেশ আগে ব্যাট করে। ওভারটা করেন কোটিন কোলম্যান। ১১ রান তোলে বাংলাদেশ। ৩ বলে একটি ছক্কার সাহায্যে তিনি করেন ৮ রান। তাতে ভর করে বাংলাদেশ পায় বড় পুঁজি।

সুপার ওভারে পেসার হাবিবা আক্তারের হাতে যায় বল। তিনি শুরুর পাঁচ বলে দেন মোটে ৭ রান। শেষ বলে ৫ রান প্রয়োজন ছিল ইংলিশদের। তবে শেষ বলে দলটা তুলতে পারে মোটে ২ রান। ফলে বাংলাদেশ পায় ২ রানের রুদ্ধশ্বাস এক জয়।

১৬ দল নিয়ে এই বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ১৮ জানুয়ারি। বাংলাদেশ তাদের যাত্রা শুরু করবে সেদিনই। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচটা হবে বাঙ্গির ক্রিকেট ওভালে। বাংলাদেশ আছে ডি গ্রুপে। যেখানে নেপাল বাদেও অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ড আছে গ্রুপসঙ্গী।

গেল ডিসেম্বরে এশিয়া কাপের ফাইনালে খেলেছে বাংলাদেশ। তারপর প্রস্তুতি ম্যাচের এই জয় দলের আত্মবিশ্বাস তো বাড়াবেই, সঙ্গে আর সব দলকেও একটা বার্তা দিয়ে রাখবে বৈকি!

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *