Jaijaidin

ভারত থেকে ২৪’শ মেট্রিক টন চাল আমদানি

Shah Alam Soulav
1 Min Read

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে ২৪’শ ৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সোয়া নয়টায় ভারতের গেঁদে বন্দর দিয়ে ৪২ ওয়াগনে রেলপথে এই চাল দর্শনা ন্দর ইয়ার্ডে পৌঁছে।

এ সময় ভারতের রেলের পরিচালক স্বাগতম বালাকে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান হাবু।

আতিয়ার রহমান জানান, ঢাকা পুরানা পল্টনের মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেড এ চাল আমদানি করেছে। প্রতিটন চালের ইনভয়েস মুল্য ৪৯০ ডলার। কলকাতার ৭/১ লর্ড সিনহা রোডের সৌভিক এক্সপোর্ট লিমিটেড এ চাল রপ্তানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানান, কাস্টমস পরীক্ষন ও শুল্কায়নের পর এ চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।

উল্লেখ্য, ভারত থেকে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে বাংলাদেশ সরকার।

দর্শনা বন্দর দিয়ে আজ এ চালের প্রথম চালান দেশে ঢুকল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *