যাযাদিপ্র ডেস্ক
উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
শুক্রবার (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় দিনগত রাতে হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তারা।
বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাজ্য বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
লন্ডন সফর কতদিনের, জানতে চাইলে মির্জা আব্বাস বলেন, বলা মুশকিল। ম্যাডামের চিকিৎসার পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবো। আরও বলেন, ‘ম্যাডামের চিকিৎসা হচ্ছে, এ কারণে এখানে আসছি। এটা দেখা দরকার ছিল, কেমন হচ্ছে।
দেশের রাজনৈতিক অঙ্গনে ‘মাইনাস টু ফর্মুলা’র গুঞ্জন বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রভাবশালী এই নেতা বলেন, ‘মাইনাস টু ফর্মুলা বহু পুরোনো ফর্মুলা। এটা অকার্যকর। যে যতই চেষ্টা করুক এটা অকার্যকর ফর্মুলা।’