Jaijaidin

দেশে মঈন-ফখরুলের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে: ফারুক

Shah Alam Soulav
2 Min Read

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, দেশে ইতিমধ্যে মঈন-ফখরুলের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে,এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে।জনগন ভোট দেয়ার জন্য প্রস্তুত রয়েছে,অপেক্ষা কেবল তারিখের।

তিনি বলেন,১৬ টি বছর শেখ হাসিনা বাংলাদেশকে তছনছ করে দিয়েছিল,ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হিন্দুস্থানের নিকট নতজানু হয়েছিল।আর এসবের প্রতিবাদ করতে গিয়েই বিএনপির উপর নেমে আসতো মামলা।সেসব মামলাকে উপেক্ষা করেই আজ দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে ফারুক বলেন,ছাত্র জনতার অভ্যুথানকে যদি সমুন্নত রাখতে চান,তাহলে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।দেশে ইতিমধ্যে মঈন-ফখরুলের চাইতেও কঠিন ষড়যন্ত্র শুরু হয়েছে,এই ষড়যন্ত্র আপনাকে রুখতে হবে।জনগন ভোট দেয়ার জন্য প্রস্তুত রয়েছে,অপেক্ষা কেবল তারিখের।

বিরোধীদলের সাবেকে চিফ হুইপ বলেন,৫০ বছরেও নাকি রাজনীতিবিদরা সংস্কার করতে পারে নি।বর্তমানে প্রয়োজন,রোজার আগেই সমস্ত আওয়ামী সিন্ডিকেটকে আইনের আওতায় নিয়ে আসা।যদি আমরা ন্যায্যদামে পেঁয়াজ,মুড়ি,কাঁচামরিচ কিনতে না পারি,তাহলে মুগ্ধদের রক্ত দিয়ে কি লাভ হলো!মানুষ অন্তর্বর্তী সরকারকে বিশ্বাস করছে,আরো করবে।কিন্তু এখন মনে হচ্ছে বিশ্বাসের ঘরে ষড়যন্ত্র চলছে।এই ষড়যন্ত্র রুখতে দরকার ১৯৯১ সালের মতো সকল আন্দোলনকারী দলকে নির্বাচনের আওতায় নিয়ে আসা, দিনের ভোট দিনে করে সংসদ প্রতিনিধি নির্বাচন করা।মঈন-ফখরুদ্দীনের মতো আলাদা দল করলে দেশের মানুষ তা কোনোদিন মেনে নিবে না।ষড়যন্ত্র করার আগে তা রুখে দেয়ার শক্তি তারেক জিয়ার রয়েছে।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব,বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ,স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু,সদস্য দেবাশীষ রায় মধু,ফরিদা ইয়াসমিন প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *