Jaijaidin

২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

আগামী ২৭ জানুয়ারির মধ্যে দাবি মানা না হলে ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। তাদের দাবি হচ্ছে, মাইলেজের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক এবং নতুন নিয়োগপ্রাপ্ত রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ ও ১৩ নম্বর শর্ত বাতিল করা।

বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম নগরীর বটতলী পুরাতন রেলস্টেশনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।

মো. মজিবুর রহমান বলেন, রেলওয়ের রানিং স্টাফগণ ১৬০ বছরের অধিক সময় ধরে পার্ট অব পে হিসেবে পেয়ে আসা রানিং অ্যালাউন্স নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সৃষ্ট জটিলতা দূর করার দাবিতে ২০০১ সাল থেকে আন্দোলন করে আসছেন।

এখনো এ সমস্যার সমাধান হয়নি। রাজনৈতিক ও প্রাকৃতিক-যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে ট্রেন সচল রাখেন রানিং স্টাফরা। তাদের কোনো সাপ্তাহিক ছুটি বা জাতীয় দিবসের বন্ধ নেই।

সংবাদ সম্মেলনে বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময় নিজেদের দুর্নীতি ও অর্থ অপচয় ঢাকতে অর্থ মন্ত্রণালয় ২০২১ সালের ৩ নভেম্বর রেলওয়ের রানিং স্টাফদের বেতন, পেনশন ও আনুতোষিক কমিয়ে দেয়।

বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয় রানিং স্টাফদের প্রাপ্যতার পক্ষে থাকলেও অর্থ মন্ত্রণালয় জটিলতা সৃষ্টি করছে। এ ছাড়া ২০২২ সালের পর নিয়োগপত্রে দুটি শর্ত আরোপ করা হয়। নতুন নিয়োগ পাওয়া কর্মীরা চলন্ত ট্রেনের দায়িত্ব পালনের জন্য রানিং অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না এবং মাসিক রানিং অ্যালাউন্সের পরিমাণ মূল বেতনের চেয়ে বেশি হবে না। এ ছাড়া অবসরে যাওয়ার ক্ষেত্রে সর্বশেষ আহরিত মূল বেতনের ভিত্তিতে পেনশন ও আনুতোষিক পাবেন, যা রেলওয়ের কোনো আইনে উল্লেখ নেই।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তিনবার সময় দেওয়া হয়েছে। তারা স্থায়ী সমাধান চান। অর্থ মন্ত্রণালয়ের পত্র এবং নতুন নিয়োগ পাওয়া রানিং স্টাফদের বৈষম্যমূলক শর্ত প্রত্যাহার না করলে কর্মবিরতি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবদুল বারী, সহসভাপতি খুরশিদ আলম, সাংগঠনিক সম্পাদক মীর এ বি এম শফিকুল আলম প্রমুখ।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *