Jaijaidin

১২জন লেখক পেলেন ‘বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫’

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

১২জন লেখক পেলেন ‘বইমেলা সেরা বই পুরস্কার ২০২৫’। তারা হলেন আবিদ আজম, সাবরিনা শুভ্রা, মো. মেহেদী হাসান, জয়শ্রী দাস, মাহবুব নাহিদ, হোমায়রা মোর্শেদ আখতার, ফাতেমা কাওসার, শিমুল পারভীন, জাকির মুরাদ, মোরশেদ কমল, মোহাম্মদ কুতুবউদ্দিন এবং ফারজানা ইসলাম।

গতকাল শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের হাতে এই পুরস্কার তুলে দেন আয়োজনের প্রধান অতিথি মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
ইঞ্জিনিয়ার ও লেখক এ কে এম রেজাউল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌলা চৌধুরী ও কবি আসাদ কাজল।

স্বাগত বক্তৃতা করেন ছুটির দিনের বইমেলার সম্পাদক দীপান্ত রায়হান।

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, লেখকদের এই পুরস্কার তাদের দায়িত্ববোধ অনেক বাড়িয়ে তুলেছে। আর বইমেলার রিপোর্ট করা সাংবাদিকদেরও ধন্যবাদ জানাই। কারণ সাংবাদিকরা যদি যদি ভালো বই ও লেখকের খবর না তুলে ধরতেন তাহলে আমরা একুশে বইমেলার অনেক গুরুত্বপূর্ণ সংবাদ পেতাম না।

তিনি বলেন, গত ১৫ বছর যাবত দেশ এক নরকে পরিণত হয়েছিলো। দমন পীড়নের বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে এদেশের প্রত্যেকটা মানুষই এক একটা করে বই লিখতে পারবে। অনেকে মনে করে ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে এটা ভুল ধারণা। আবরার ফাহাদ তার জীবন দিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছে।

জাসাস এর সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী বলেন, মেধাবীদের কাছেই জিয়াউর রহমান বাংলাদেশের নেতৃত্ব তুলে দিয়েছিলেন, বর্তমানে সেই কাজটাই লক্ষ্য করা যাচ্ছে মেধাবী শিক্ষার্থীদের মাঝে। জিয়াউর রহমানের চেতনা আজকের বাংলাদেশের অভ্যুত্থানের চেতনা। খালেদ মোশাররফের ক্যু এর মাধ্যমে জিয়াউর রহমানকে বন্দি করা হয়। সিপাহি জনতা জিয়াকে মুক্ত করেছিলেন। আর ২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার কারাগার থেকে খালেদা জিয়া মুক্ত হয়েছেন। সিপাহি জনতার আন্দোলন আর ২৪ এর অভ্যুত্থান একটা আরেকটার সাথে মিলে যায়।

এ সময় তিনি আওয়ামী লীগের কাছে থাকা অবৈধ অস্ত্র ও অবৈধ টাকা উদ্ধারের পাশাপাশি গণহত্যাকারী আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার জন্যও দাবি জানান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *