যাযাদিপ্র রিপোর্ট
রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শাখারি বাজারে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য প্রার্থনা করা হয়।
সম্প্রতি অনুষ্ঠিত কীর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দুলাল সাধু ও নব গোপাল দত্ত। শাখারি বাজারে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রতি বছর শাখারি বাজারে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐহিত্যবাহী কীর্তনের আয়োজন করা হয়। শাখারি বাজারে আয়োজিত এই অনুষ্ঠান সার্বজনীন সম্প্রীতির মেলবন্ধনের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে আয়োজকদের দাবি।