Jaijaidin

হাসিনার সাম্প্রতিক বক্তব্য জটিলতা তৈরি করেছে : শশী থারুর

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

ছাত্র-জনতার অভ্যুত্থানে উৎখাত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা ও পার্লামেন্ট মেম্বার শশী থারুর। তিনি বলেছেন, আওয়ামী লীগের সভাপতির সাম্প্রতিক বক্তব্য নানা ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে।

তার বক্তব্য নিয়ে কংগ্রেস বিব্রত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচনের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এ সময় শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার সাম্প্রতিক বক্তব্য পরিস্থিতি জটিল করে তুলেছে। এটি আমাদের জন্য জটিলতা তৈরি করেছে। হাসিনার বিবৃতির ক্ষেত্রে আমরা কিছুটা দ্বিধাগ্রস্ত।

ভারতের এই পার্লামেন্ট সদস্য আরও বলেন, বাংলাদেশের ঘটনাগুলো সম্পর্কে ভারতকে খুব সতর্ক থাকতে হবে। যা ঘটছে তা স্পর্শকাতর। প্রতিবেশী দেশটিতে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, ভারত খুব ঝুঁকিতে পড়তে পারে। তাই সবখানে এই ধারণা দেওয়া উচিৎ, আমরা কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর চেয়ে বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের ক্ষেত্রে ভারতের পররাষ্ট্রনীতির বিষয়ে দুটি মূল মাপকাঠি রয়েছে। শশী থারুর বলেন, আমি দুটো বিষয়ের ওপর জোর দেব। আমাদের এমন কিছু প্রকাশ্যে বা গোপনে করা উচিৎ নয় যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ইঙ্গিত দেয়। দ্বিতীয়ত, আমাদের জনগণের স্বার্থে বাংলাদেশের জনগণের মঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি ও শেখ হাসিনা বিষয়ে ভারতীয় সাংবাদিকরা প্রশ্ন করেন শশীকে। উত্তরে তিনি বলেন, বাংলাদেশ আমাদের পাশেই। তাই দেশটিতে যা ঘটছে তা আমাদের নিবিড়ভাবে, সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করা উচিৎ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ‘শত্রুভাবাপন্ন’ এমনটি আমি মনেই করি না। তবে সতর্কতা আমাদের বজায় রাখতেই হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *