বিশেষ প্রতিনিধি
ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আজ ২৮ মার্চ তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিকেএসপিতে খেলতে গিয়ে গেল সোমবার (২৪ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। অসুস্থতার তীব্রতা দেখে দ্রুতই বিকেএসপির নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয় তামিমকে।
পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। এরপর দ্রুততার সঙ্গে সফলভাবে তার হার্টে রিং পরানো হয়।
২৬ মার্চ সাভার থেকে ঢাকায় আনা হয় তামিমকে। ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে।
সেখানেই চলছিল তার চিকিৎসা। অবশেষে সেখান থেকে আজ বাসায় ফিরলেন তিনি।
তামিমের অবস্থা নিয়ে গতকাল এভারকেয়ার হাসপাতালের হৃদ্রোগবিশেষজ্ঞ আরিফ মাহমুদ সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘তামিম খুবই ভালো আছেন। খাওয়াদাওয়া করছেন, সবার সঙ্গে কথা বলছেন।
আজকে সিসিইউ থেকে রুমে চলে যাবেন। এরপর এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। তারপর তিনি বাসায় যেতে পারবেন।’
হাসপাতাল থেকে বাসায় ফিরলেও খেলায় ফিরতে পারবেন কিনা বা পারলেও কবে পারবেন সেসব ব্যাপার এখনই বলা যাচ্ছে না।