যাযাদি ডেস্ক
চলতি বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে ২৯ এপ্রিল। এবারও বাংলাদেশি হজযাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। রুট টু মক্কা ইনিশিয়েটিভের আওতায়, এ সুবিধা পাবেন ৭৭ হাজার জন। চট্টগ্রাম ও সিলেট হয়ে হজে যাওয়ারা থাকছেন আওতার বাইরে।
সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীতে এসব তথ্য জানায় পাসপোর্ট অধিদপ্তর ও ধর্ম মন্ত্রণালয়।
এ বছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৮৭ হাজার মুসল্লি। তাদের হজযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানীর একটি হোটেলে সৌদি পাসপোর্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে পাসপোর্ট অধিদপ্তর ও হজ মন্ত্রণালয়।পরে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সাংবাদিকদের জানান, হজযাত্রীদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার বলেন, ‘সৌদি কর্তৃপক্ষের একটি প্রতিনিধিদলের সঙ্গে আজ আলোচনা হলো। এটি মূলত মক্কা রুট ইনিশিয়েটিভের একটি উদ্যোগ। হাজিদের ফ্যাসিলিটেইট করা নিয়েই মূলত বিস্তারিত আলোচনা হয়েছে। আশা করি, আগের মতোই হাজীদের যাত্রা ও লাগেজের ব্যবস্থাপনা নির্বিঘ্ন থাকবে।
এরই মধ্যে হজযাত্রীদের শতভাগ বাড়ি ভাড়া নিশ্চিত হয়েছে, জানান ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম বলেন, ‘এবার ৮৭ হাজার হাজির মধ্যে ৭৭ হাজার জন মক্কা রুট ইনিশিয়েটিভের সুবিধা পাবেন। ঢাকার বাইরে থেকে (সিলেট ও চট্টগ্রাম) যে ১০ হাজার যাবেন তারা এ সুবিধা পাবেন না।’