Jaijaidin

স্যামসাং সিইও হান জং-হি মারা গেছেন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

স্যামসাং ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভাইস চেয়ারম্যান হান জং-হি মারা গেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

হান ২০২২ সাল থেকে স্যামসাংয়ের ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) ইউনিটের নেতৃত্ব দিচ্ছিলেন, যেখানে মোবাইল ফোন, টেলিভিশন এবং গৃহস্থালি যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

তার আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার করপোরেট জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। সাম্প্রতিক দিনগুলোতে তিনি সুস্থ ছিলেন বলেই মনে করা হচ্ছিল। গত সপ্তাহে তিনি দক্ষিণ কোরিয়ার সুওনে স্যামসাংয়ের বার্ষিক সাধারণ শেয়ারহোল্ডার সভা পরিচালনা করেছিলেন।

স্যামসাং এক বিবৃতিতে বলেছে, এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা। ভাইস চেয়ারম্যান হান ১৯৮৮ সালে স্যামসাংয়ে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে স্যামসাংয়ের টিভি ব্যবসাকে বৈশ্বিক শীর্ষস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, তিনি ডিএক্স বিভাগ এবং ডিজিটাল অ্যাপ্লায়েন্স ব্যবসার প্রধান হিসেবেও কোম্পানির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে প্রতিকূল ব্যবসায়িক পরিস্থিতির মধ্যেও।

হানের মৃত্যু এমন এক সময়ে এলো, যখন বৈশ্বিক স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। অ্যাপল এবং চীনা নির্মাতা শাওমির মতো প্রতিদ্বন্দ্বীদের কারণে কোম্পানিটি চাপে রয়েছে। ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে অ্যাপল বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে ২৩ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে ছিল, আর স্যামসাং ১৬ শতাংশ শেয়ার নিয়ে দ্বিতীয় স্থানে ছিল বলে কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন করপোরেট নেতা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। স্যামসাংয়ের প্রতিদ্বন্দ্বী এলজি ইলেকট্রনিক্সের সিইও চো জু-ওয়ান বলেন, আমি অত্যন্ত দুঃখিত। স্যামসাং ইলেকট্রনিক্সের সকলের প্রতি আমার সমবেদনা রইল। তিনি দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

সূত্র: নিক্কেই এশিয়া

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *