Jaijaidin

স্যানফোর্স ইন্টান্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

পবিত্র মাহে রমজানের ৭ম দিনে স্যানফোর্স ইন্টান্যাশনালের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাজধানীর মিরপুর-১১ আহমেদ ফুড ফ্লাজায় ফুড ভেলী রেষ্টুরেন্টে স্যানফোর্সের ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান। পরে মো. জুবায়ের আহমেদ রাজনের সঞ্চালনায় এবং স্যানর্ফোস কর্ণধার ও স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্লোবাল ইসলামী ব্যাংকের স্বতস্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা।
প্রধান অতিথি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও আত্মোন্নয়নের মাস। এ মাসের ফযিলত যেমন বেশি তেমনি রহমতও অনেক। তাই এ মাসের পবিত্রতা রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এছাড়াও মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ীদের আরও সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মঈন উদ্দিন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর প্রকল্প পরিচালক (রাজশাহী অঞ্চল) আবদুল বারেক মন্ডল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোনের পরিচালক মো. নাসির উদ্দিন, ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের জিএম মো. ফাইজুল কবিরসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *