Jaijaidin

স্বাস্থ্য সেবায় আস্থা ফিরে পেয়েছে আড়াইহাজার উপজেলা বাসী

Shah Alam Soulav
3 Min Read

আড়াইহাজার প্রতিনিধি

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য সেবা দিয়ে দিন দিন সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছে। ডাঃ হাবিবুর রহমান উপজেলা স্বাস্থ‍্য ও‌ পঃপঃকর্মকর্তা হিসাবে যোগদানের পর থেকে স্বাস্থ‍্য সেবায় দৃশ‍্যমান নজির স্থাপন করেছেন। এর সুফল পাচ্ছে আড়াইহাজার উপজেলা ও পার্শ্ববর্তী ২ টি উপজেলার সাধারণ মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালটি ইতিমধ্যেই আড়াইহাজার উপজেলা ও আশপাশের উপজেলার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে । সেবার মানোন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ডাঃ মোঃ হাবিবুর রহমান।

যোগদানের পর থেকে চিকিৎসা সেবার মান বৃদ্ধির পাশাপাশি হাসপাতালকে দালাল মুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন‌ তিনি।

হাসপাতালে‌র জরুরী বিভাগ, বহির্বিভাগ সহ‌ গুরুত্বপুর্ন স্থান‌সমুহ ‌সিসি‌ক্যামেরা‌র‌ আওতায় এনে মনিটরিং করা হচ্ছে।

ডাঃ হাবিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে রোগ নির্ণয়ে সকল পরিক্ষা হাসপাতালেই করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ফোর- ডি কালার ডপলার আলট্রাসনোগ্রাম মেশিন, ফিটাল ডপলার, রেডিয়েন্ট ওয়ার্মার, এনেস্থেশিয়া মেশিন, ভেন্টিলেটর, ভিউবক্স‌ সহ‌ নেবুলাইজার মেশিন হাসপাতালে নিয়ে আসেন তিনি। সম্প্রতি ডিজিটাল সেল কাউসার মেশিন স্থাপনের মাধ্যমে ডেঙ্গু সহ রক্তের বিভিন্ন পরিক্ষার রিপোর্ট দ্রুততম সময়ের মধ্যে প্রদান করা সম্ভব হচ্ছে।

নরমাল ডেলিভারী, সিজার, আল্ট্রাসনোগ্রাম সহ সকল প‍্যাথলজিক‍্যাল পরীক্ষা নিরীক্ষা খুব সহজেই করতে পারছে ফলে আড়াইহাজার উপজেলা ও পার্শ্ববর্তী সোনারগাঁও ও মাধবী থানার মানুষ আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভীড় করছেন।

প্রসুতি সেবার পাশাপাশি এখানে বিশেষায়িত ডেলিভারী কর্নার রয়েছে মিডওয়াইফ গণ গর্ভবতী মায়েদের প্রসূতি সেবা দিয়ে যাচ্ছেন।

যে কোন সমস্যায় ৫ টাকার একটি টিকিট কেটে জনসাধারণ প্রয়োজনীয় ডাক্তার এবং বিনা মূল্যে ঔষধ নিতে পারছেন । হাসপাতালের বহিঃবিভাগে রোগীর সংখ্যা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়েছে যা চোখে পড়ার মতো। মানসম্মত ওষুধ এবং সেবা পাওয়ায় দিন দিন ক্রমেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ভর্তি রোগীদের খাবারের মান বৃদ্ধির লক্ষ্যে ডাঃ মোঃ হাবিবুর রহমান নিজে প্রতিদিন রোগীদের খাবারের খোঁজ নিচ্ছেন।

মাঠ পর্যায়ে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক গুলোতেও টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়। মাঠ পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে মাঠকর্মীরা। যা নিয়মিত পরিদর্শনে গিয়ে তদারকি ও করছেন ডাঃ মোঃ হাবিবুর রহমান। কমিউনিটি ক্লিনিক গুলোতে স্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম অব্যাহত আছে। পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পেয়েছে।

মানুষের দৌরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে দায়িত্বরত চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ অন্য স্টাফদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতার কারণে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছে।

জনবল সংকট ও নানান সীমাবদ্ধতা নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *