সোনারগাঁ প্রতিনিধি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ২৩ গ্রামে ঈদ আজ।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদের আগের দিনই ঈদ উদযাপন করছেন সোনারগাঁয়ে ২৩ গ্রামের ৩ হাজার মানুষ।
রোববার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মধ্যে দিয়ে ঈদের আনুষ্ঠানিকতা শুরু করে তারা।
আজ সকাল ৮টায় উপজেলার গিরদাইন, নয়াপুর, গনকবাড়ী, কোনাবাড়ী, কলতাপাড়া সহ ২৩টি গ্রামে ঈদ উদযাপন করা হয়।
গিরদাইন গ্রামের পনির খন্দকার বলেন, আমরা এখানে গত ১৫ বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছি।