সোনারগাঁ প্রতিনিধি
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
২৬ মার্চ বুধবার সকাল ৬টা থেকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক-সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা চত্বরে অবস্থিত শহীদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পরে শহীদদের জন্য দোয়া, আলোচনা সভা ও ঐতিহাসিক আমিনপুর মাঠে শান্তির প্রতিক পায়রা আর বেলুন উড্ডয়ন করা, বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ, খেলাধূলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। পবিত্র মাহে রমজান মাস হওয়ায় উক্ত অনুষ্ঠানটি স্বল্প পরিসরে ও স্বল্প সময়ে শেষ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁ থানার ওসি মফিজ উদ্দিন, সোনারগাঁ সার্কেল এসিল্যান্ড মঞ্জুরুল মোর্শেদ, কাঁচপুর সার্কেল এসিল্যান্ড সেনগুপ্তা মেহনাজ সহ সোনারগাঁ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।