Jaijaidin

সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ তরুণের প্রাণহানি

Shah Alam Soulav
2 Min Read

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সিলেটে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । এতে আহত হয়েছেন নারীসহ আরো ৪ জন।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় জালালাবাদ থানার বলাউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, জালালাবাদ থানার বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং একই গ্রামের আব্দুল বারির ছেলে ছালেক মিয়া (২০)।
তবে এ দুর্ঘটনায় তাৎক্ষণিক আহত ৪ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খবর নিয়ে জানা গেছে , রাত ১০ টার দিকে বলাউড়ায় মামুন পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ন ১২-১৯৫১) সাথে একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে, এতে সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার চালকসহ মোট ৬ যাত্রী গুরুতর আহত হন।

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুবেল ও ছালেক নামের দুজনকে মৃত ঘোষণা করেন। এবং দুর্ঘটনায় আহত বাকি ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদের সাথে যোগাযোগ করলে তিনি জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪ জন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিএনজি চালিত অটোরিকশা চালকের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশা গাড়ি দুটি ‍উদ্ধার করা হয়েছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *