Jaijaidin

সিরিয়ায় মসজিদে পদদলিত হয়ে ৪ জনের মৃত্যু

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

শুক্রবার দামেস্কের ঐতিহাসিক উমাইয়া মসজিদে পদদলিত হয়ে চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (সানা) এই খবর জানিয়েছে।

নাগরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে।

দামেস্কের গভর্নর মাহের মারওয়ান সানাকে বলেন, ‘কর্তৃপক্ষ ঘটনার কারণ নির্ণয় করার চেষ্টা করছে এবং দায়ীদের জবাবদিহি করবে।

’ এ ছাড়া সানা তার বরাত দিয়ে আরো জানিয়েছে, ‘ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার জন্য আমরা জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছি।’

দেশটির সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, পাঁচ শিশু গুরুতর আহত হয়েছে। তাদের পাঁজরের হাড় ভেঙে গেছে এবং অজ্ঞান হয়ে গেছে। কিভাবে এ দুর্ঘটনা ঘটল সেটি খুঁজে বের করার চেষ্টা করছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাজধানী দামেস্কের গভর্নর মাহের মারওয়ান বলেছেন, এ ঘটনায় কারো গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা সংস্থা এএফপির এক ফটো সাংবাদিক বলেছেন, যেখানে পদদলনের ঘটনা ঘটেছে, সেখানে বিনা মূল্যে খাবার বিতরণ করা হচ্ছিল। খাবার নিতে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম আল ওয়াতান জানিয়েছে, সামাজিক মাধ্যমের তারকা ও ইউটিউবার আবু ওমর সেখানে খাবার বিতরণ করতে গিয়েছিলেন।

তিনি এর আগে ইউটিউবে খাবার প্রস্তুতের একটি ভিডিও প্রকাশ করেন। গত ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম। এরপর দেশটিতে দীর্ঘ ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *