Jaijaidin

সিরিয়ায় দায়িত্ব নিলেন নতুন প্রেসিডেন্ট

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

সিরিয়ায় আসাদের দল বিলুপ্ত, দায়িত্ব নিলেন নতুন প্রেসিডেন্টআহমেদ হুসেইন আল-শারা সিরিয়ায় বর্তমান প্রশাসন বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক দল বাথ পার্টিকে বিলুপ্ত ঘোষণা করেছে। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন আহমেদ হুসেইন আল-শারা, যিনি আবু মোহাম্মদ আল-জোলানি ছদ্মনামেও পরিচিত।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, একইসঙ্গে সিরিয়ার সংবিধানও বাতিল করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে সিরিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীসহ ছোট-বড় সকল সশস্ত্র গোষ্ঠী।

দামেস্ক থেকে আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেছেন, এটি একটি স্মৃতিময় দিন। এটি এই দেশের এগিয়ে যাওয়ার পথ আরও স্পষ্ট করে দিল কারণ নতুন এই প্রশাসন কেমন হবে তা নিয়ে অস্পষ্টতা ছিল।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বুধবার কমান্ডার হাসান আবদেল গনির বরাত দিয়ে জানিয়েছে, নির্বাচন না হওয়া পর্যন্ত আল-শারাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া আল-শারাকে ক্রান্তিকালীন পর্যায়ের জন্য একটি অস্থায়ী আইন পরিষদ গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।

বাশার আল-আসাদের উৎখাতের আগে ৬০ বছরেরও বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছিল বাথ পার্টি। আর দীর্ঘ ২৪ বছর সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন আসাদ।

আল জাজিরা বলছে, দামেস্কে একটি বৈঠকের সময় এই ঘোষণাগুলো দেওয়া হয়েছে। গত ৮ ডিসেম্বর বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উৎখাতে আল-শারার এইচটিএস-এর সঙ্গে লড়াই করা সশস্ত্র গোষ্ঠীর কমান্ডাররা এই বৈঠকে উপস্থিত ছিলেন।

আল জাজিরার সংবাদদাতা ওসামা বিন জাভেদ বলেন, (আল-শারা) তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে- তারা শুধু প্রতিনিধিত্বই করবেন না বরং একটি নতুন সিরিয়ার অংশও হবেন তারা।

এদিকে নতুন প্রেসিডেন্ট আহমেদ হুসেইন আল-শারা ১৯৮২ সালে সৌদি আরবের রিয়াদে জন্ম নেন। তার বাবা সৌদি আরবে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন। ১৯৮৯ সালে তার পরিবার সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের কাছেই জীবনযাপন শুরু করে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *