Jaijaidin

সয়াবিন তেলের দাম বাড়ানো হয়নি

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

সয়াবিন তেলের দাম বাড়ানো হয়নি। আপাতত আগের দামেই বিক্রি হবে সয়াবিন ও পামতেল। মঙ্গলবার (৮ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সয়াবিন ও পামতেলের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে দেশের ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকদের সঙ্গে আজ অনুষ্ঠিত বৈঠকটি কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আগামীকাল বুধবার (৯ এপ্রিল) আবারও বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রতি লিটারে এক লাফে ১৮ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকরা। তবে বাণিজ্য মন্ত্রণালয়ে দুই দফা বৈঠকের পরও দাম বাড়ানোর কোনও সিদ্ধান্ত হয়নি।

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ২৭ মার্চ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ নিয়ে ছুটির পরে গত রবিবার (৫ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথম বৈঠকে হয়, তবে সেদিন কোনও সিদ্ধান্ত হয়নি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য দফতরের অতিরিক্ত সচিব আব্দুর রাজ্জাকসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন ঊর্ধ্বতন প্রতিনিধিসহ ভোজ্যতেল পরিশোধন কারখানার মালিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *