যাযাদিপ্র ডেস্ক
শীতের সবজিতে ভরপুর বাজার। ফলে স্থিতিশীল রয়েছে দাম। সবজির পাশাপাশি অপরিবর্তিত রয়েছে মুরগি ও ডিমের দাম। সবমিলে সবজির বাজারে স্বস্তি ফিরেছে।
এদিকে চাল ও সয়াবিন তেলের বাজারে অস্থিরতা কাটেনি। এখনো তেল সংকটে ভুগছেন গ্রাহক ও বিক্রেতারা। আর কোনো কারণ ছাড়াই চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন স্থির আয়ের মানুষজন।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে।
বাজার ঘুরে দেখা যায়, বাঁধাকপি ২৫ টাকা, ধনেপাতা ৮০ টাকা ও মটরশুঁটি ৮০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, মুলা ৩০ টাকা, শালগম ৩০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা, পাকা টমেটো ৪০ টাকা, শসা ৫০ টাকা, গাজর ৪০ টাকা, খিরা ৩০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, করলা ১০০ টাকা, লতি ৬০ টাকা, সিম ৪০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, পেঁপে ৩০ টাকা, লেবুর হালি ২০ থেকে ৩০ টাকা, লাউ ৫০ টাকা পিস, কাঁচা কলা ৩০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, ভেন্ডি ১০০ টাকা, ফুলকপি ২৫ টাকা পিস বিক্রি হচ্ছে।
সপ্তাহ ব্যবধানে কিছুটা কমেছে আলুর দাম। ৩০ টাকার আলু ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে। এ ছাড়া দেশি রসুন ২৫০ ও ইন্ডিয়ান রসুন প্রতি কেজি ২২০ টাকা, আদা ১২০ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে আরো দেখা যায়, মুরগি ও ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়, হাঁসের ডিম ২৪০ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ৯০ টাকায় বিক্রি করতে দেখা গেছে। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৭০ টাকা কেজি, দেশী মুরগি কেজি বিক্রি হচ্ছে ৫৮০ টাকা।
এদিকে বাজারে সয়াবিন তেলের সংকট চলছে। দাম বাড়ানোর এক মাসের মাথায়ও বাজারে তেল সরবরাহ স্বাভাবিক করেনি কম্পানিগুলো। ফলে তেল সংকটে ভুগছে গ্রাহক ও বিক্রেতারা।
গত ৯ ডিসেম্বর সরকার তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এতে প্রতি লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ে আট টাকা করে। সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হয়েছে ১৭৫ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৫৭ টাকা।
অন্যদিকে কোনো কারণ ছাড়াই দেড় মাসের ব্যবধানে দেশের বাজারে কয়েক দফা চালের দাম বেড়েছে। নতুন করে চিকন ও মাঝারি মানের চালের দাম বেড়েছে। তবে দাম বৃদ্ধি বাজারভেদে কিছুটা কম বেশি লক্ষ করা গেছে। কোথাও কোথাও কেজিতে ৪ থেকে ৫ টাকা, আবার কোথাও তিন-চার টাকা পর্যন্ত বেড়েছে।