Jaijaidin

সচিবালয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের প্রতিনিধিদল

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে গিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের একটি প্রতিনিধিদল।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে তারা সচিবালয়ে যাওয়ার ডাক পান।

২০০৯ সালে ঢাকার পিলখানায় বিদ্রোহের অভিযোগে মামলার আসামি হওয়া কারাবন্দি সদস্যদের মুক্তি এবং চাকরি ফেরতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা।

দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষা ভবনের সামনে আসেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা। সেখানে বিপুল পরিমাণ পুলিশের বাধার মুখে পড়েন। এরপরও তারা সামনে যেতে গেলে পুলিশ জলকামান ব্যবহার করে।

কিন্তু তারা জলকামান পেরিয়ে সচিবালয় এলাকায় আব্দুল গণি রোডে খাদ্য ভবনের সামনে অবস্থান নেন। তারা সেখানে বসে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে চাকরিচ্যুত সদস্যরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিডিআর হত্যাকাণ্ডকে বিদ্রোহ হিসেবে দেখিয়ে পরিকল্পিতভাবে বাহিনীটির নয় হাজারের বেশি সদস্যকে চাকরিচ্যুত করেছিল।

তারা ছয়টি দাবিতে ‘জাস্টিস ফর বিডিআর’ কর্মসূচি পালন করেন। তাদের অন্য দাবির মধ্যে রয়েছে, পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ সর্বমোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী ‘বাংলাদেশ রাইফেলস-বিডিআর’ নাম ফিরিয়ে আনতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *