Jaijaidin

শ্রদ্ধার ‘স্ত্রী-৩’ মুক্তির তারিখ ঘোষণা

Shah Alam Soulav
2 Min Read

২০২৪ সালের আগস্ট মাসে ‘স্ত্রী’ সিনেমার সিক্যুয়েল বক্স অফিসে ঝড় তোলে। ৫০ কোটি রুপির এ সিনেমা প্রায় ৯০০ কোটি রুপি আয় করেছে। এবার আসছে সেই সিনেমার তৃতীয় কিস্তি। এ সিনেমায় শ্রদ্ধার সঙ্গে ও রাজকুমার রাওকে দেখা যাবে।

নববর্ষের দ্বিতীয় দিনে অর্থাৎ ২ জানুয়ারি মুক্তির তারিখ ঘোষণা করে বড় চমক দিলেন এর নির্মাতা। শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী-৩’ ২০২৭ সালের ১৩ আগস্ট মুক্তি পাবে। তবে এবারও পরিচালকের আসনে অমর কৌশিকই থাকছেন কিনা তা জানা যায়নি। তবে শুধু ‘স্ত্রী-৩’ নয়, দীনেশ বিজনের ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে আজ আরও কয়েকটি সিনেমার ঘোষণা দেওয়া হয়েছে। সেই তালিকায় বরুণ ধাওয়ানের ‘ভেড়িয়া-২’ সিনেমাও রয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে সব হরর কমেডি ঘরানার ছবির ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় রয়েছে, ‘থামা’, এটি মুক্তি পাবে চলতি বছরের দিওয়ালিতে। ‘শক্তিশালিনী’ এটি চলতি বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পাবে। ‘ভেড়িয়া-২’ মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ১৪ আগস্ট। ২০২৬ সালে ম্যাডক ফিল্মসের পক্ষ থেকে আরও একটি সিনেমা আসছে। এটির নাম ‘চামুণ্ডা’। ২০২৭ সালের আগস্টে ‘স্ত্রী-৩’র পাশাপাশি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘মুঞ্জিয়া’র সিক্যুয়েল ‘মহা মুঞ্জিয়া’।

অন্যদিকে ২০২৮ সালেও এ প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দুটি সিনেমা মুক্তি দেওয়া হবে। ‘মহাযুদ্ধ’ মুক্তি পাবে ১১ আগস্ট ও ‘দুসরা মহাযুদ্ধ’ ওই বছরের অক্টোবর মাসের পূজার মৌসুমে। আগামী ৩ বছরের সিনেমা মুক্তির পরিকল্পনা ২০২৫ সালে দ্বিতীয় দিনেই ম্যাডক ফিল্মস ঘোষণা করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *