Jaijaidin

লক্ষ্মীপুরে শফিউল বারী বাবুর কবর জিয়ারত ও দোয়া

Shah Alam Soulav
1 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর কবর জিয়ারত করেছেন অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ।

মঙ্গলবার সকালে রামগতি উপজেলার রব রোড এলাকায় আমজাদিয়া জামে মসজিদ চত্বরে পারিবারিক কবরস্থানে তার কবর জিয়ারত ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এমরান, জেলা যুবদলের সদস্য এসএম আজাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আদনান সোহেল, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়োজিদ হোসেন ভূইয়া।

এসময় শফিউল বারীর বাবুর স্মৃতি চারণ করে মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ বলেন, স্বৈরাচারী সরকার ও গুমখুনের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী কণ্ঠ ছিলেন শফিউল বারী বাবু। সাহসী ও বিশ্বস্ত এই সৈনিকের মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *