লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে রায়পুরের খাসেরহাট এলাকায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় ১৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে নিহত স্বেছাসেবকদলের নেতা জসিম উদ্দিন ব্যাপারী হত্যা মামলায় বিএনপি ও সহযোগি সংগঠনের ১৪নেতাকর্মীকে গ্রেপ্তার করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। বুধবার ভোররাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে প্রেরণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- আবুল খায়ের গাজী, খালিদ গাজী, জাকির হোসেন, আবদুল মান্নান গাজী, সিদ্দিক আলী, সোলায়ানমান দেওয়ান,নেসার উদ্দিন, ইমাম হোসেন, মিজান সরদার, শাহদাত হোসেন, খিজির আহমেদ, তসলিম উদ্দিন, হানিফ দেওয়ান ও হারুন। এর আগে বিএনপি কর্মী সাইজ উদ্দিন হত্যা মামলায় আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে একই ঘটনায় পৃথক দুইটি হত্যা মামলায় ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, সংঘর্ষে বিএনপির দুইজন মারা যায়। এসব ঘটনায় পৃথক দুইটি হত্যা মামলা দায়ের করা হয়। এই দুই মামলায় ৭৪জনের নাম উল্লেখ করে আরো ২৩০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এদিকে জসিম উদ্দিন হত্যা মামলায় র্যাবের সহযোগিতায় ঢাকা থেকে ১৪জন ও সাইজ উদ্দিন হত্যা মামলায় আগে আরো তিনজনকে গ্রেপ্তার করা হয়। দুই মামলায় এখন পর্য়ন্ত ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল সোমবার আধিপত্যা বিস্তার নিয়ে রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব শামীম গাজী গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। এ সময় সাইজ উদ্দিন নামে এক বিএনপি কর্মী মারা যায়। এর ৭দিন পর আহত স্বেচ্ছাসেবকদলের নেতা জসিম উদ্দিন ব্যাপারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার তিনদিন পর নিহত সাইজ উদ্দিনের ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে বিএনপি নেতা ফারুক কবিররাজকে প্রধান করে ২৬জনের নাম উল্লেখ ও ১৮৬জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। অপরদিকে ঘটনার ৮দিন পর জসিম উদ্দিন ব্যাপারী নিহতের ঘটনায় তার বাবা হজল করিম ব্যাপারী বাদী হয়ে ৪৮জনের নাম উল্লেখ করে আরো ৭০জনকে অজ্ঞাত আসামী করে রায়পুর থানায় পৃথক আরো একটি হত্যা মামলা দায়ের করেন। এসব ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষকদলসহ অঙ্গসংগঠনের ১৬ নেতাকর্মীকে দল থেকে বহিস্কার করে রায়পুর উপজেলা বিএনপি।