Jaijaidin

লক্ষ্মীপুরে গ্রেফতার অটারিকশা শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন

Shah Alam Soulav
2 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের অভিযান হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার অটারিকশা শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন করেছে সিএনজি অটারিকশা মালিক-শ্রমিকরা। শুক্রবার (১৭ জানুয়ারী) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে “জেলা সিএনজি, অটারিকশা, মিশুক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের” ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তারা জানান, বিগত সরকারের আমলে সিএনজি অটারিকশা মালিক- শ্রমিকদের কাছ থেকে পুলিশের মাধ্যমে মাসিক, সাপ্তাহিক হারে চাঁদাবাজী করা হয়েছে। ৫ আগষ্ট দেশ স্বেরাচার মুক্ত হলেও পুলিশের হয়রানী ও চাঁদাবাজী বন্ধ হয়নি। গত বুধবার দুপুর েগর্ভবতী মহিলাকে নিয়ে হাসপাতালে যাওয়ার সময় ট্রাফিক পুলিশ সিএনজি আটক করে হয়রানি করা হয়। এসময় পুলিশের সাথে কয়েক জন শ্রমিকের বাকবিতান্ডা হয়। এ ঘটনায় পুলিশ শতাধিক নিরীহ শ্রমিকের বিরুদ্ধে মামলা করে ১১ জনক গ্রেফতার করে। তারা কেউই ঘটনার সাথ জড়িত নয়। গ্রেফতারের ভয়ে অন্য নিরপরাধ শ্রকিকরাও পালিয়ে বেড়াচ্ছে। আগামী রবিবারের মধ্যে পুলিশ সুপার বিষয়টি সমাধান করে গ্রেফতার শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবী জানান সিএনজি মালিক-শ্রমিক নেতারা। অন্যথায় তারা কঠাের কর্মসূচির হুশিয়ারী দেন ।

মানববন্ধনে বক্তব্য দেন, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাবউদ্দিন সাবু, এ্যাডভােকেট সাইফুল ইসলাম শাহীন, লক্ষ্মীপুর সিএনজি মালিক সমিতির সভাপতি মুনছুর আহমদ, লক্ষ্মীপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি আল মামুন, সক্রেটারী সৌরভ হােসন ভুলু, শ্রমিক নেতা ফিরােজ মাহমুদ মিরজু ও জাহাঙ্গীর আলমসহ প্রমূখ।

এদিকে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আবদুল মানাফ বলেন, সড়ক ফিটনস ও লাইসন্স বিহীন গাড়ির বিরুদ্ধ অভিযান পরিচালনা কালে সিএনজি চালকদের হামলায় তিন পুলিশসহ চার জন আহত হয়। এঘটনায় ওইদিন রাতে পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লখসহ ৯০জনকে আসামী করে সদর থানায় মামলা দায়ের করে। এখন পর্যম্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *