Jaijaidin

লক্ষ্মীপুরবসী পাচ্ছে আধুনিক রূপে ৩টি লঞ্চ টার্মিনাল

Shah Alam Soulav
1 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

চলতি বছরে লক্ষ্মীপুরের নৌ-অঞ্চলে হচ্ছে ৩টি আধুনিক রূপে লঞ্চ টার্মিনাল।

শনিবার (১১জানুয়ারি) দুপুরে মজু চৌধুরী লঞ্চ ঘাট এলাকায় পরিদর্শনে আসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

(বিআইডব্লিউটিএ, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের) নৌ-সংরক্ষন ও পরিচালক বিভাগের (যুগ্ম পরিচালক) শ.আ.মাহফুজ উল আলম মোল্লা (সজল) জানান, শিগগিরই ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক নৌ-টার্মিনাল করা হবে লক্ষ্মীপুর জেলার ৩টি নৌ-রুটের পয়েন্টে।

মজু চৌধুরী হাটের লঞ্চ ঘাট, মতির হাট লঞ্চ ঘাট, রামগতির বদ্দারহাট ও শরিয়তপুর জেলার আলু-বাজার লঞ্চ টার্মিনাল। ১টি প্যাকেজের আওতায় ৪টি লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে। আশাকরি ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যেই এই টার্মিনাল গুলোর নির্মাণের কাজ শেষ হবে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর বিআইডব্লিউটিএ বন্দর-বিভাগের (উপ-পরিচালক) মোঃ বশির আলী খান, নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলামসহ প্রমূখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *